রানির অনুমতি ছাড়াই মেয়ের নাম রেখেছেন হ্যারি-মেগান

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫২:৫১,অপরাহ্ন ১০ জুন ২০২১রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান সদ্যোজাত শিশুকন্যার নাম রেখেছেন লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইনসর। শুক্রবার ক্যালিফর্নিয়ার এক হাসপাতালে তার জন্ম হয়। ব্রিটেনের এক প্রথম সারির দৈনিকের দাবি, হ্যারি-মেগান দম্পতি তাদের কন্যা সন্তানের নাম দেওয়ার আগে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কোনো কথা বলেননি। তার নাম ব্যবহারের আগে অনুমতিও নেয়া হয়নি।রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রে তারা এই খবর জানতে পেরেছে
তবে রাজপরিবারের এক মুখপাত্র জানান, ‘‘আনুষ্ঠানিক ঘোষণার আগে পরিবারকে খুশির খবরটি জানান হ্যারি। রানিকেই প্রথম ফোন করেন তিনি। রানি সম্মতি দিলে নবজাতকের নাম লিলিবেট রাখার ইচ্ছা প্রকাশ করেন।’’
রানি দ্বিতীয় এলিজাবেথকে শৈশবকালে তার দাদা জর্জ আদর করে লিলিবেট ডাকতেন। স্বামী প্রিন্স ফিলিপও স্ত্রীকে ছোটবেলার নাম ধরে সম্মোধন করতেন। এদিকে হ্যারির প্রয়াত মা লেডি ডায়ানার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিলিবেটের মাঝের নামটি রাখা হয়েছে ‘ডায়ানা’।
কিন্তু রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া হ্যারি-মেগান রানির নামেই সন্তানের নাম রাখায় ক্ষুব্ধ রাজপরিবারের অনুরাগীদের একাংশ। নানা রকম ব্যাঙ্গাত্মক মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। এক সাংবাদিক লেখেন, ‘‘তার থেকে বরং মেয়ের নাম ‘জর্জিনা ফ্লয়েডিনা’ রাখতে পারতেন মেগানরা। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে!’’ প্রথম সারির এক সংবাদপত্রে এই ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য প্রকাশিত হওয়ার পরে অবশ্য বরখাস্ত করা হয়েছে সেই সাংবাদিককে।
