ভাষা রেহনুমা’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ এসোসিয়েশনের নেতৃবৃন্দ

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:১০,অপরাহ্ন ১৪ জুলাই ২০২১উনসত্তুরের গণ-অভ্যুত্থানে সুনামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভি,পি মরহুম গোলাম রব্বানী ও সাবেক এমপি, সুনামগঞ্জ জজ কোর্টের বর্তমান পাবলিক প্রসিকিউটর এডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানার মেয়ে এবং বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী’র স্ত্রী এডভোকেট কানিজ রেহনুমা রব্বানী ভাষা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পেনের এসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ এন কাতালুনিয়ার নেতৃবৃন্দ ।
এক শোক বার্তায় এসোসিয়েশনের সভাপতি মনোয়ার পাশা এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আবির মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য, ৩৪ বছর বয়সী ভাষা সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
