বার্সেলোনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০১:০৮,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০২১স্পেনের বার্সেলোনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার কাতালোনিয়া যুবদলের আয়োজনে স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠান।
মঙ্গলবার (২৬শে অক্টোবর), স্থানীয় একটি হলে কাতালোনিয়া যুবদলের সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, যুবদলের সিনিয়র সভাপতি আজমল আলী, সহ সভাপতি ফয়সল আহমদ, কোকো স্মৃতি পরিষদের উপদেষ্টা খালেদুর রহমান চৌধুরী, যুবদল নেতা শাহবুদ্দিন সুমন, সালাম চৌধুরী, শাহ আলম মোল্লা, জনি আহমদ খান, হিমেল আহমদ, সেচ্ছাসেবকদলে সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন, কোকো পরিষদের আলতাফ হোসেন, মনজু আহমেদ, যুবদলের দপ্তর সম্পাদক জাবেদ হোসেন সুমন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিএনপ নেতা মাসুক আহমদ, জহির আহমেদ, মাসুদ আহমেদ, যুবদলের আব্দুল বাসিত, মিলাদ আহমদ, শেরওয়ান আহমদ, শাহীন আহমদ, আকমল হোসেন, আজাদ আহমদ, শিহাব চৌধুরী, মনির হোসেন, কাদির মোল্লাহ, সোহাগ, সুমেল চৌধুরী সহ বিএনপি, যুবদল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা থেকে উপস্থিতিরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করার পাশাপাশি তাঁকে সমস্ত রাজনৈতিক মামলা থেকে নিঃশর্ত মুক্তি দাবী করেন।
নেতৃবৃন্দের কেক কাটা এবং নৈশভোজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।