বার্সেলোনায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

এম. লায়েবুর রহমান
প্রকাশিত হয়েছে : ৯:২৯:২৮,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০২১ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্পেনের কাতালোনিয়া জাতিয়তাবাদী দল বিএনপি আয়োজন করে আলোচনা সভা।
১৪ নভেম্বর বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় এ সভা। সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি এবং সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজমান আলী ও প্রচার সম্পাদক লায়েবুর রহমান। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৫ সালের শেষদিকে দ্রুত রাজনৈতিক রক্তাক্ত উত্থান-পতনের ঘটনাবলীর মধ্যে ঐ দিনে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা সংহত করে অপেক্ষাকৃত স্থিতিশীলতার সূচনা করেন। সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে। এর পর থেকেই বিএনপি দিনটিকে সরকারি ঘোষনার পাশাপাশি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পালন করে আসছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আবু শাহেন, সান্তা কলমা বিনপির নেতা রেজু মিয়া, কাতালোনিয়া বিনপির নেতা নজরুল ইসলাম, জাহির উদ্দিন,শান্তাকলমা বিনপির নেতা নান্নু আহমেদ, কাতালোনিয়া যুব দলের সাধারন সম্পাদক ইফতাকার হুসেন কাসেম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপদেষ্টা খালেদুর রহমান চৌধুরী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি রুহেল হামিদ, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন, কাতালোনিয়া যুবদলের সহ সভাপতি আব্দুল বাসিত, কাতালোনিয়া যুবদলের সহ সভাপতি ফায়ছাল আহমেদ, কাতালোনিয়া যুব দলের সহ সভাপতি জনি আমমেদ খান, কাতালোনিয়া যুবদলের দপ্তর সম্পাদক জাবেদ আহমেদ সুমন, কাতালোনিয়া যুবদলের সহ সভাপতি সুমন আহমেদ, ইলায়াস মুক্তি সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হিমেল আহমেদ, আব্দুল রাহিম, মোস্তফা খাঁন, রিপন আহমেদ, আব্দুল রাজ্জাক, মাহতাবুর রাহমান, সোহেল আহমদ, নয়ন আহমদ, নিশাদ আহমেদ, প্রমুখ।
