পর্তুগাল বাংলানিউজের আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসীকে নাগরিক সংবর্ধনা
ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল থেকে
প্রকাশিত হয়েছে : ১:৫১:৩২,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২২পর্তুগালের রাজধানী লিসবনে ২৬ ফেব্রুয়ারী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় স্থানীয় একটি স্থানীয় রেস্টুরেন্টে প্রবাসী এবং বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদানের জন্য পর্তুগাল বাংলানিউজ পরিবারের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী ইন্জিনিয়ার বেলাল হোসাইন কামাল ভুঁইয়ারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় ।
ইন্জিনিয়ার বেলাল হোসাইন কামাল ভুঁইয়া হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ তিনি বাংলাদেশের শিশুদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের কমিউনিটির কল্যাণে কাজ করে আসছেন । তার বক্তব্যে তিনি তার কর্মকাণ্ড সকলের মাঝে উপস্থাপন করেন এবং এ সকল কর্মকাণ্ডে সকলকে এগিয়ে এসে মানবতার কল্যাণে কাজ করার তাগিদ দেন।
এরকম একজন সামাজিক ব্যক্তিত্ব এবং মানবতার কল্যাণে কাজ করা ব্যক্তির আগমনে পর্তুগাল বাংলা কমিউনিটির ব্যক্তিবর্গ উষ্ণ মনোভাব পোষণ করেন।
বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অতিথিকে পর্তুগালের ঐতিহ্যবাহী উপহার এবং সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন প্রবীণ ব্যাক্তি ও স্থানীয় সোসালিষ্ট পার্টির নেতা রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রধান করেন সংগঠনের সভাপতি রনি মোহাম্মদ এবং পর্তুগালের সুবিনিউর প্রধান করেন মোঃ এনামুল হক।
পর্তুগাল বাংলানিউজের পরিচালক মোঃ কামল হোসেন এর উপস্থিতিতে এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ এনামুল হক সহ কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
ইন্জিনিয়ার বেলাল হোসাইন কামাল ভুঁইয়া কারে উষ্ণ অভ্যর্থনা কে স্বাগত জানিয়ে সামনের দিনগুলোতে পর্তুগালে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। এবং যুক্তরাষ্ট্রে পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ কে যুক্ত করার মাধ্যমে প্রবাসে বাংলাদেশের নামকে উজ্জ্বল করে দেবেন বলে অঙ্গীকার প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবে সভাপতি রনি মোহাম্মদ, সহ সভাপতির ফরিদ আহমেদ পাটওয়ারি, জহিরুল ইসলাম মুন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম আশিক, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, দপ্তর সম্পাদক শাহজাহান যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম ও সামীর দেবনাথ।