রেমিট্যান্স যোদ্ধা শরিফের মৃত্যুতে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের শোক প্রকাশ
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২২:১৩,অপরাহ্ন ২২ মার্চ ২০২২স্পেনে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এন কাতালোনিয়া’র সদস্য মোহাম্মদ শরিফ আহমদের অকাল মৃত্যতে শোক প্রকাশ করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
শরিফের আকস্মিক মৃত্যুতে ২১শে মার্চ স্থানীয় একটি হলে তাৎক্ষণিক সভার মাধ্যমে এ শোক প্রকাশ করেন। সভায় কার্যকরি কমিটির প্রায় সদস্যই উপস্থিত ছিলেন। সভায় আগামী শুক্রবার বার্সেলোনার দ’টি মসজিদে বাদ জুম্মা মরহোমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
মৃত শরিফের চাচাত ভাই কুলাউড়া ওয়েলফেয়ারের সাবেক সভাপতি আজাদ আবুল কালাম জানান- জানাজা, দূতাবাসের সনদসহ স্থানীয় সকল কাজ প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহের প্রথমে মৃতদেহ দেশে পাঠানোর কথা রয়েছে।
উল্লেখ্য, শরিফ গত রবিবার আনুমানিক ১১ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্পেনের বিলবাও শহরে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন। দেশে অনেক নিকটাত্মীয়সহ স্পেনে স্ত্রী এবং আড়াই বছরের এক পূত্র সন্তান রেখে গেছেন।
প্রায় একযোগ থেকে মোহাম্মদ শরিফ আহমদ স্পেনে বসবাস করে আসছিলেন। বেশ কিছুদিন পর্যটন শহর বার্সেলোনায় বসবাস করলেও স্থায়ী হয়েছিলেন বিলবাও শহরে। মরহুমের পৈত্রিক নিবাস কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নয়াগাও। তিনি মরহুম হাজী আব্দুল হামিদ তালুকদারের তৃতীয় ছেলে।