কাতালোনীয়া যুবলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৪৬:৪৫,অপরাহ্ন ৩১ মার্চ ২০২২৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা এবং কর্মীসভার আয়োজন করে স্পেনের কাতালোনিয়া আওয়ামী যুবলীগ।
বার্সেলোনার স্থানীয় একটি হলে ২৯শে মার্চ (মঙ্গলবার) যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.ছালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের মুলধারার রাজনৈতিক সংগঠন ই.আর.সি নেতা ও জাতীয় সংসদ সদস্য মি.রবের্ত মাসিহ (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বিজয়, সান্তাকোলমা আওয়ামীলীগ এর সভাপতি শফিক স্বপন, স্পেন আওয়ামীলীগ নেতা মুহিবুল হাসান খান কয়েস, মানবিক সংগঠন পাপেলেস পারা তোদোস নেতা মোহামেদ কামরুল, সান্তাকোলমা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাসিম, কাতালোনীয়া যুবলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন আমু, ই.আর.সি’র বাংলাদেশী সমন্বয়ক ছালেহ আহমদ সোহাগ।
প্রধান অতিথি রবের্ত মাসিহ (এমপি) তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে বলেন ১৯৭১ সালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিলো তখন আমরা সরাসরি দেখতে পারি নাই তবে আমরা জেনেছি এই যুদ্ধে অনেক মানুষকে জীবন দিতে হয়েছিলো এই স্বাধীনতার জন্য। সেকারণে বাংলাদেশের জন্য দিনটি অনেক গৌরবের। স্পেনের সংসদে প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি বাংলাদেশিদের সমস্যাগুলোও তুলে ধরার আশ্বাস ব্যাক্ত করেন এমপি তাঁর বক্তব্য।
এসময় অন্যানের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সান্তাকোলমা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোস্তফা উদ্দিন, মোশাররফ হোসেন, ইউনাইটেড ইয়াং মুসলিম সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হাসান, যুবলীগের সহ-সভাপতি আরিফ খান কয়েস, যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ কিবরিয়া, লিমন আহমদ বিজয়, হাবিবুর রহমান প্রমুখ। যুবলীগের নেতৃবৃন্দ ছাড়াও সভায় স্থানীয় আওয়ামীলীগ সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও কর্মীসভায় নেতা কর্মীদের দাবী অনুযায়ী সকলের মতামতের ভিত্তিতে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে পূর্ন দায়িত্ব দেওয়া হয় সভাপতি হিসেবে মো.ছালাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মহিউদ্দিন কিশোরকে।
সমাপনি বক্তব্যে কাতালোনীয়া যুবলীগের সভাপতি মো.ছালাহ উদ্দিন মহান স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও দুই লাখ মা-বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা আমাদের জন্য অতি সম্মানের। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে। প্রবাসে আমরা যারা রাজনীতি করি আমাদের লক্ষ থাকা উচিত বাংলাদেশের উন্নয়নগুলো প্রবাসীদের সামনে তুলাধরা এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
