স্বেচ্ছাসেবক দলের সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৬:৩৬:১৮,অপরাহ্ন ০৭ জুন ২০২২স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাতালোনিয়ার আয়োজনে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।
৬ জুন, সোমবার বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ আর লিটু এবং সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি এবং বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দলের অপর দুই আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন ও আসলাম ফকির লিটন এবং কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী উপস্থিত ছিলেন।
এ সময় অন্যানের মধ্যে কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ, কাতালোনিয়া জিয়া পরিষদের আহবায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজী, যুবদলের সাবেক সভাপতি শফিক খান, কাতালোনিয়া যুবদল সভাপতি ফয়সল আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএনপি’র অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি নাসির আহমেদ শাহীন সদস্য সংগ্রহের জন্য আনুষ্ঠানিকভাবে কাতালোনিয়ার বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদককে দলীয় ফরম বিতরণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন এবং স্থানীয় নেত্রীবৃন্দের সমন্বয়ে এবং সর্বসম্মতিক্রমে একটি পূর্নাঙ্গ কমিটি উপহার দেয়ার আশ্বাস ব্যাক্ত করেন।
সভাপতির বক্তব্যে তিনি নেতাকর্মীদের প্রতি প্রতিহিংসা ভুলে প্রতিযোগীতার রাজনীতি করার আহ্বান জানান এবং সকলকে নিয়ে সুন্দর কমিটি উপহার দিতে কাজ করে যাবেন বলে প্রত্যাসা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।