বার্সেলোনায় আরবি শিক্ষা কোর্সের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৪:২১:৫৯,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০২২বার্সেলোনার বাংলাদেশীদের দ্বারা পরিচালনাধীন প্রথম জামে মসজিদ শাহজালাল জামে মসজিদ বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও শিশু কিশোরদের গ্রীস্মকালীন ছুটিতে বিশেষ আরবি শিক্ষা কোর্স ‘২২ পরিচালনা করে। দু’মাস ব্যাপি এ শিক্ষা কোর্সের সফল সমাপ্তি শেষে পরিচালনা কমিটি ৩১শে জুলাই, বুধবার মসজিদে আয়োজন করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পর্যটন শহর বার্সেলোনায় বেড়ে ওঠা শতাধিক শিক্ষার্থীদের নিয়ে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ইসমাইল হোসাইন, হাফিজ কারী আব্দাল হোসেন এবং মাওলানা কারী হোসাইন আল মাহমুদ দক্ষতার সাথে এ শিক্ষাক্রম পরিচালনা করেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল বাসেত কয়ছরের সভাপতিত্বে ও মাওলানা মো. ইসমাইল হোসাইনের অনুষ্ঠান পরিচালনায় এ সময় ছাত্র-ছাত্রী, অভিবাবক ছাড়াও উপস্থিত ছিলেন লুৎফুর রহমান সুমন, আব্দুল জাব্বার, এলাইস মিয়া, জাহাঙ্গীর আলম, শাহ আলম স্বাধীন, মুসফিকুর রহমান ফারুক, সিদ্দিকুর রহমান, মোহামেদ কামরুল, আব্দুল কাদির, জাফার হোসাইন প্রমুখ।
এ সময় বিভিন্ন ক্যাটাগরীতে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।
মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ইসমাইল হোসাইন তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে শিশু কিশোরদের মধ্যে ইসলামী শিক্ষা প্রদান করা খুবই গুরুত্বপূর্ন একটি দ্বীনি দায়িত্ব। তিনি আরোও উল্লেখ করেন, মসজিদে উনারা সম্পূর্ণ দিয়ে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন ইসলামী শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের, পাশাপাশি অভিভাবকদের বাসায় শিক্ষা প্রদানের বিষয়ে সচেতন থাকার আহব্বান জানান।
অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় এবং শিক্ষার্থীদের ইসলামিক চিন্তা চেতনায় বেড়ে উঠতে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
