বার্সেলোনায় বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:৫০,অপরাহ্ন ১২ অক্টোবর ২০২২স্পেনের বার্সেলোনায় নয়া সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট। ১০ই অক্টোবর, স্থানীয় বাংলা স্পাইসে নবগঠিত কার্যকরী কমিটির আয়োজনে সম্পন্ন হয়েছে অভিষেক অনুষ্ঠান।
নবগঠিত সংগঠনের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বার্সেলোনায় বসবাসরত বিয়ানীবাজার পৌরসভাবাসী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।
ঐক্য, সমাজসেবা, প্রগতি এ শ্লোগানে গঠন করা নবগঠিত এসোসিয়েশনের ২৯ সদস্য সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি মুর্শেদ আলম লায়েক, সহ- সভাপতি সাইদুল রহমান আইনুল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক আলি হোসেন মুরাদ, সহ- সাধারণ সম্পাদক আবির হোসেন জামিল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল রহমান রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার খসরু, সহ-কোষাধ্যক্ষ সাব্বির আহমদ, ক্রীড়া সম্পাদক দেলওয়ার হোসেন দিলু, সহ-ক্রীড়া সম্পাদক সাদিকুল ইসলাম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মুমিন আহমদ, আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আকবর, শিক্ষা বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাহাত মাহবুব এবং কার্যকরী সদস্য- দিলাল উদ্দিন, কাজী হুমায়ুন, নিয়ামুল ইসলাম, মতিউর রহমান, আলী হোসেন, নূর উদ্দিন জামান, কামরুল ইসলাম কাসেম, ফয়েজ আহমদ, খায়রুল ইসলাম কে উপস্থিতির নিকট পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম।
এছাড়াও সংগঠনের উপদেষ্ঠা হিসেবে রফিক উদ্দিন, আবুল খায়ের আবু, ফয়ছল আহমদ, আফছার হোসেন, মোহাম্মদ বাবুল, খালেদ আহমদ কেও পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত কমিউনিটি ব্যক্তিবর্গের কাছে সহযোগীতা কামনা করে বার্সেলোনা প্রবাসী সকলকে নিয়ে ভবিষৎ কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি সাইদুল রহমান আইনুলের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় নবগঠিত কার্যকরী কমিটির আনুষ্ঠানিক যাত্রা এবং নৈশভোজ ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।