স্পেনে আওয়ামীলীগের প্যানেল পরিচিতি সম্পন্ন

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ১২:১৪:৩১,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০২২স্পেনের কাতালোনিয়ায় আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবগঠিত কার্যকরী কমিটির প্যানেল পরিচিতি।
এসময় সভাপতি নুরে জামাল খোকন, সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক হিসেবে মহিবুল হাসান খান কয়েশ-এর নাম ঘোষনা করা হয়।
এছাড়াও কমিটিতে রয়েছেন সহ-সভাপতি আবু তালেব আল মামুন লাবু, আমিনুল ইসলাম বাবু, আনোয়ার হোসেন, মো. হানিফ শরীফ, খান মোহাম্মদ কামরুল হাসান গাজী, সুবহান মিয়া, আবুল কালাম আজাদ বাদল, মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ খান রুবেল, নাসির সরদার, শিহাব আহমেদ, শামীম সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন জুয়েল, নুরুল হোক (নুরু ভূঁইয়া), রিপন আমিন রুবেল, সোহেল হোসেন, প্রচার সম্পাদক রুবেল হোসেন, উপ-প্রচার সম্পাদক বেলাল আহমেদ, দপ্তর সম্পাদক আবু আলম, উপদপ্তর সম্পাদক রুবেল সরদার, মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নিহাদুল হাসান অনিল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পায়েল হাসান নুপুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাইফা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুরুল হাসান শুভ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুধীর চন্দ্র, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাদ্দাম হাসান, কার্যকরী সদস্য তাহমিনা আক্তার নাহার, মির্জা আব্দুস সালাম, নাজমা জামাল, জুনাব আলী, ইদ্রিস হাওলাদার সৈয়দ বাপ্পি শ্যামল চন্দ্র বিল্লাল আহমেদ, পারভেজ আহমেদ, ইমরান হোসেন, সাঈদ হোসেন, রাজিব আহমেদ, তাহমিনা আক্তার, হীরা জামান, মেহেদী হাসান, রাসেল হাসান, আজিজুর রহমান টিটু।
৬ই নভেম্বর বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠানের প্রথম পর্ব নুরে জামাল খোকনের সভাপতিত্বে এবং কাজী আমির হোসেন আমুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্পেন আওয়ামীলীগের সভাপতি এস আর আই এস রবিন, প্রধান বক্তা সাধারণ সম্পাদক রিজভী আলম, বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বিজয়, মহিলা সম্পাদিকা খাদিজা আক্তার বক্তব্য প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুসুলভ মহিলা সমিতির সভাপতি শিউলি আক্তার, কাতালোনিয়া যুবলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর প্রমূখ।
সভায় স্পেন আওয়ামীলীগের সভাপতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দলের একটি গঠনতন্ত্র আছে- প্রত্যেককে চেইন অব কমান্ডের মধ্যে থাকতে হবে। তিনি মতবিরোধ, মান-অভিমান ভুলে কাতালোনিয়ার সকল নেতাকর্মীকে একসাথে কাজ করারও আহবান জানান।
সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
