বার্সেলোনায় আওয়ামীলীগের অভিষেক অনুষ্ঠিত
![](https://bishwa-bangla.com/images/icon.jpg)
সাদি রহমান
প্রকাশিত হয়েছে : ১:৫৭:৩৬,অপরাহ্ন ২৮ জুন ২০২৩স্পেনের কাতালোনিয়া, বার্সেলোনা, শান্তাকলমা এবং কাতালোনিয়া মহিলা আওয়ামীলীগের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বার্সেলোনার স্থানীয় একটি হলে ২৫শে জুন অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। কাতালোনিয়া আওয়ামী লীগের প্রধান উপদেষ্ঠা আলাউদ্দিন হক নেছার সভাপতিত্বে এবং বার্সেলোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন ও শান্তাকলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে আজাদ মোস্তফার যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগের একাংশের সভাপতি দুলাল সাফা।
অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন কাতালনিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খালেদ রহমান।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনীয়া আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম স্বপন, উপদেষ্ঠা মোশারফ বেপারী, কাতালোনীয়া আওয়ামী লীগের সহ -সভাপতি শিমুল চৌধুরী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, কাতালোনীয়া মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্ঠা মেহতাব হক, কাতালোনীয়া মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেছা জেবু, নাজমা নাহার, সালমা ইসহাক, বার্সেলোনা আওয়ামী লীগের উপদেষ্ঠা মোহামেদ কামরুল, বার্সেলোনা আওয়ামী লীগ সভাপতি শাহ আলম স্বাধীন, বার্সেলোনা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ শরীফ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সোহাগ, শান্তাকলমা আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান নাছিম, এনায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সামিয়া রহমান সুইটি। এ সময় সংগীত পরিবেশন করেন মৌচাক মার্কেট খ্যাত শিল্পী ইমতিয়াজ বাবু, অহনা দিবা, রাজু গাজী , অমি এবং নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ ।
শেষাংশে নৈশভোজেরও আয়োজন রাখা হয়।
![](https://bishwa-bangla.com/files/uploads/2020/08/trasparent-bishwa-bangla-300x83.png)