বার্সেলোনায় ‘বাংলার মেলা ২০২৩’ উদযাপনের প্রস্তুতি নিয়ে সংবাদিকদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২:১৭:৫৬,অপরাহ্ন ০৩ জুলাই ২০২৩আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য বাংলার মেলা-২০২৩ এর সার্বিক প্রস্তুতি নিয়ে বার্সেলোনায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজন সংগঠন এসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার তত্ত্বাবধানে স্পেনের বার্সেলোনা শহরে স্থানীয় রেস্টুরেন্ট ফ্রাগুয়া গ্রিল-এ গত ২ জুলাই রবিবার বিকেল ৭টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলাউদ্দিন হক নেসা-এর সভাপতিত্বে উক্ত সভায় স্পেন-বাংলা প্রেসক্লাবের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিক, মিডিয়া কর্মীসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের প্রথম সদস্য সাংবাদিক মিরন নাজমুলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সংবাদ সম্মেলনে প্রথমেই বাংলার মেলা ২০২৩ -এর সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিং দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিক খান।
পরে দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে মেলা যাতে সার্বজনীন হয়ে ওঠে সেই লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টামন্ডলীসহ সংগঠনের নেতৃস্থানীয় সদস্যবৃন্দ।
বক্তব্য রাখেন নবীনুল হক, নজরুল ইসলাম চৌধুরী, সফিকুর রহমান, মেহেতাব হক জানু, সাইদ স্বপন, রাওশানারা আফতাব মন্জু,শাহ আলম স্বাধীন, হানিফ শরিফ,শফিকুল ইসলাম স্বপন, মোখলেছুর রহমান নাসিম, কামরুল মোহামেদ, উত্তম কুমার, রফিক উদ্দিন, শিউলি বেগম, সেলিম আহমেদ লালন, ইমতিয়াজ বাবু, ফয়সাল আহমেদ, জাফার হোসাইন, রুবেল, এমারত মোল্লাা, আনোয়ার হোসেন রাজু, আবু জাফর মাসুদ, নাদিম রহমান, খাদিজা আক্তার মনিকা, মাসুদা পারভিন মুন্নি, রুপা আলম, জান্নাতুল ফেরদাউস নিগার, দিলরুবা আফরোজ, স্বপ্না রহমান, মরিয়ম মনি প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বাংলার মেলায সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য প্রদান করেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসাইন, প্রথম সদস্য মিরন নাজমুল, কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন ও সাংবাদিক মহিউদ্দিন হারুন।