১৫ জুলাই বার্সেলোনায় অনুষ্ঠিত হবে বাংলার মেলা ২০২৩

ছাদিয়ান আহমদ ছাদি
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:৪৯,অপরাহ্ন ০৪ জুলাই ২০২৩পর্যটন নগরী বার্সেলোনায় বাঙালি কমিউনিটির সবচেয়ে বড় উৎসব বাংলার মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই।
বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশীদের সংগঠন এসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছর ১৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে বাংলার মেলা।
বার্সেলোনার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্লাসা মাকবায় অনুষ্ঠিত হবে এই মেলা। মেলার প্রস্তুতি হিসেবে সংগঠনটি ইতোমধ্যে ১৪ সদস্য বিশিষ্ট মেলা পরিচালনা কমিটি ও উপকমিটি ঘোষণা করেছে।
মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ (এনডিসি)।
সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আলমগীর, ক্লোজ আপ ওয়ানের শিল্পী পুলক অধিকারী, ‘৯০ দশকের জনপ্রিয় ‘মৌচাক মার্কেটে হলো দেখা’ গানের শিল্পী ইমতিয়াজ বাবু, প্রিয়াঙ্কা বিশ্বাসসহ বার্সেলোনার স্থানীয় বাংলাদেশি ও ইউরোপের অন্য দেশ থেকে আগত জনপ্রিয় সব কণ্ঠশিল্পী।
বাঙালি সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে মেলাটিতে থাকবে বাংলাদেশের ঐতিহ্যময় খাবার পরিবেশনার বিভিন্ন রকমের স্টলসহ মঞ্চসজ্জা।
বাংলার মেলা’র আয়োজন সংগঠনের সাধারণ সম্পাদক ও মেলা পরিচালনা কমিটির মূল বত্ত্বাবধায়নকারী শফিক খানের সাথে মেলা সম্বন্ধে কথা হয়।
তিনি বলেন-
“আমরা প্রতিবারই মেলাতে আমরা কিছু নতুনত্ব আনি। এ বছরও আমাদের মেলায় কিছু নতুনত্ব থাকবে। এর মধ্যে উল্লেখযোগ হচ্ছে,- মঞ্চের ব্যকগ্রাউন্ডে ওয়াইড স্ক্রিনের ডিসপ্লে, শিশু বাচ্চাদের জন্যে মাঠে আলাদা খেলাধুলার ব্যবস্থা, বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে আসছেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আলমগীর। পাশাপাশি আমরা বরাবরের মতো, আরো আধুনিকতার ছাপ নিয়ে আসবো এবং আমরা আশা করছি বার্সেলোনা সমস্ত মানুষ আমাদের সাথে মেলায় অংশগ্রহণ করবে, দর্শকের পরিমাণও বেশি থাকবে। আমরা সুন্দর-সুষ্ঠুভাবে একটা সুন্দর পরিবেশে বাংলাদেশীদের এই মেলা উপহার দিতে পারবো।”
তিনি এই মেলাকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্যে বার্সেলোনার সকল সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনসহ সকল বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।
