বার্সেলোনায় মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা, স্পেনের কমিটি গঠিত

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৩৮:০৫,অপরাহ্ন ২৮ জুলাই ২০২৩মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা, স্পেনের ২য় মেয়াদের কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজন করা হয় বিশেষ সভার।
বার্সেলোনার স্থানীয় একটি হলে ২৪ জুলাই ‘২৩, সোমবার অনুষ্ঠিত হয় কমিটি গঠন সংক্রান্ত এ অনুষ্ঠান।
সভায় নূরজামান আলীকে সভাপতি এবং রেদওয়ান হোসেন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়। এছাড়াও কার্যনিবাহী কমিটিতে সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন, কোষাধক্ষ জামাল লোদী এবং জুনায়েদ আহমদ কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।
নুরজামান আলীর সভাপতিত্বে এবং রেদওয়ান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ সভা।
এ সময় প্রধান অতিথি হিসেবে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা-ইউকের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা- স্পেনের উপদেষ্ঠা ইকবাল বকসী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়নুল ইসলাম, জয়নাল আহমেদ, আলতাফ হোসেন, খায়রুল আহমেদ, শাহেল আহমেদ, দুলাল আহমেদ, জমাল লোদী, ছরওয়ার হোসেন, নুরুল ইসলাম, ইমন আহমেদ, আবেল আহমেদ, রাজু আহমেদ প্রমুখ।
সভায় আগামী ১০দিনের মধ্যে পূর্ণাজ্ঞ কমিটি ঘোষনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
