দারুল কিরাত মজিদিয়া ফুলতলীর পুরষ্কার বিতরণ সম্পন্ন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:১৩,অপরাহ্ন ৩০ আগস্ট ২০২৩দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, বার্সেলনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন ইসলামি শিক্ষাকোর্সের সমাপনি এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।
মঙ্গলবার (২৯ আগষ্ট) বার্সেলোনায় লতিফিয়া ফুলতলী জামে মসজিদে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। দারুল কিরাত পরিচালনা পরিষদের সভাপতি খোকন উদ্দিনের সভাপতি এবং সদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মহি উদ্দিন অভি, তাহফিজুল ইসলাম ও আরাফাত হোসেন রাফি। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন লতিফিয়া শিল্পী গোষ্ঠীর সদস্যরা।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের খতিব মুফতি মাওলানা ক্বারী আব্দুল জলিল, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, শুকুর আহমদ সেলিম, মাওলানা আব্দুশ শহীদ, আকরাম আলী, ক্বারি মাওলানা নুরুল ইসলাম, মসজিদের ইমাম হাফিজ আমির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপলু আহমদ নিয়াজী, নজরুল ইসলাম আবির, সাব্বির আহমদ দুলাল, হারুনুর রশিদ, খালেদুর রহমান চৌধুরী, আব্দুস সোবহান সহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থিদের পাশাপাশি কোর্সের সকল ছাত্র-ছাত্রীদের ইসলামী শিক্ষায় উৎসাহিত করতে পূরষ্কিত করা হয়।
আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে উঠা মুসলীম শিশু-কিশোরদের ইসলাম ধর্ম সম্পর্কে সম্যক ধারনা এবং ইসলামী শিক্ষা প্রদানের জন্যই প্রতিবছর গ্রীস্মকালীন ছুটি কাজে লাগিয়ে এ বিশেষ ইসলামিক শিক্ষা কোর্স পরিচালনা করা হয়। শেষে ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।