বার্সেলোনায় কেন্দ্রীয় মসজিদের দাতা সদস্যদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:১০,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০২৩স্পেনের বার্সেলোনার কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে দাতা সদস্যদের নিয়ে মতবিনিময় এবং নৈশভোজের আয়োজন করা হয়। ৩ সেপ্টেম্বর, রবিবার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি শায়েখ মুসলেহ উদ্দীন ফারাদী।
ক্বারী মাওলানা মুজিবুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন হারুন অর রশীদ এবং স্বাগত বক্তব্য দেন ওয়াহিদুর রহমান শিপলু।
সভায় দাতা সদস্যদের মধ্য থেকে বক্তব্য দেন জসিম উদ্দিন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল আহমদ ফারুক, শহিদ আহমেদ, মুকিত খান, কাওসার হাসান, আইনুল হক, ফয়জুর রহমান সহ মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও মসজিদে দাতা সদস্যবৃন্দ ।
অনুষ্ঠানে মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪ বছরের আয় এবং ব্যয়ের হিসেব আগত দাতা সদস্যের কাছে উপস্থাপন করা হয়। আয় ব্যয়ের হিসেব প্রদানকালে কোষাধ্যক্ষ সামসুল ইসলাম জানান, বার্সেলোনার কেন্দ্রীয় জামে মসজিদটি সম্পূর্ন খরিদের জন্য মোট ৬ লক্ষ ইউরো বাজেটের মধ্যে এখনও প্রায় ২ লক্ষ ১ হাজার ইউরো বকেয়া রয়েছে, যা আগামী ৮ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এসময় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সবার কাছে সহযোগিতা প্রত্যাশা করা হয়। এসময় দাতাসদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ।
আলোচনা শেষে এশার নামাজ আদায় ও পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে আগত সবাইকে একটি করে পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়।
