স্পেন দক্ষিণ যুবদলের সদস্য সংগ্রহ কর্মসূচির কার্যক্রম শুরু

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:৪৬,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০২৩সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে স্পেন দক্ষিণ যুবদল তাদের কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বার্সেলোনার স্থানীয় একটি হলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সমবেত হন জাতীয়তাবাদী যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে তারা তাদের পূরণকৃত সদস্য ফরম যুবদল নেতা ফয়সাল আহমেদ এবং ইফতেকার হোসেন কাসেমের কাছে হস্তান্তর করেন। উপস্থিত নেতৃবৃন্দ এ সময় বলেন, খুব অল্প সময়ের মধ্যে পুর্বের ন্যায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাকি সদস্য ফরম সংগ্রহ করে কমিটি ঘোষণা করার কথা রয়েছে।
এ সময় বার্সেলোনা এবং শান্তাকলমা যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে নেতাকর্মীদের নিয়ে আয়োজন করা হয় নৈশভোজের।
