বার্সেলোনায় মাওলানা নুরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করে দু’আ মাহফিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৭:১১,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২৩বৃস্পতিবার (০৯.১১.২৩) বাদ এশা বার্সেলোনার দারুল আমাল জামে মসজিদে বার্সেলোনায় বসবাসরত সদ্যপ্রয়াত আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম রাহিমাহুল্লাহ’র জীবন শীর্ষক আলোচনা ও রূহের মাগফিরাত কামনায় খতমে ইয়াসিন ও দু’আ মাহফিলের আয়োজন করে সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনা।
সিরাতে মুস্তাক্বীমের অন্যতম শুরা সদস্য মাওলানা ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও মাওলানা আজিমুল ইসলাম সেলিমের পরিচালনায় মাহফিলে মরহুম মাওলানা নুরুল ইসলামের জীবনের বিভিন্ন উল্লেখ্যযোগ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মাহফিলে বক্তব্য রাখেন মুস্তাক্বীমের শুরা সদস্য হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি, হাফিজ মাওলানা শরফ উদ্দিন আজাদ, হাফিজ মাওলানা আবিদুর রাহমান, গিয়াস উদ্দিন, নজমুল ইসলাম, আব্দুল কাদির, রাজু আহমদ, মাসউদ আহমদ প্রমুখ।
শেষে মাওলানা ইলিয়াস আহমদের দু’আর মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।