রাভাল মেলায় বাংলাদেশীদের অংশগ্রহণ

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৯:০৩:২৪,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০২৩উৎসবপ্রিয় জাতি হিসেবে স্প্যানিশরা সারা বছরই কোন না কোন উৎসবে মেতে থাকে। আয়োজন করে এলাকা ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের। প্রথা অনুযায়ী রাভাল এলাকার মেলাগুলো (ফিয়েস্তা দেল রাভাল) বেশ জমজমাট ভাবে উদযাপন করে এ জাতি। বিভিন্ন সময় মেলাগুলোতে বাংলাদেশীদের অংশগ্রহন থাকলেও এবারের অংশগ্রহন ছিল বেশ প্রচারনামূখর।
বার্সেলোনার রাভাল চত্ত্বরে ‘কমিসিও কুলতুরাল দে লা ফুন্দাসিও তট রাভাল’র আয়োজনে ১২ই নভেম্বর, রবিবার আয়োজিত হয় মেলা। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশীদের পক্ষে অংশগ্রহন করে অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া।
বিকেল ৫.৩০ থেকে ৬.৩০টার ঘন্টাব্যাপি দেশীয় সাংস্কৃতিক আয়োজনে জেমি আহমেদের উপস্থাপনায় সংগীত এবং নৃত্য পরিবেশন করেন মঞ্জু স্বপন, অহনা দিবা, রাজু গাজী, অমি রহমান, জান্নাত এবং ক্যাথরিন।
রাভাল মেলার অন্যতম প্রধান আকর্ষন দেশীয় খাবারের স্টল তাহমিনা’স কিচেন, ত্রী-ষ্টার, সাবরিনা’স কোকিং স্পেইসের খাবার উপস্থিত বাংলাদেশী ছাড়াও ভিনদেশীয় ক্রেতারা বেশ উপভোগ করেন।
মেলায় স্বতঃস্ফূর্তভাবে কয়েক শতাধিক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
