কুলাউড়া অ্যাসোসিয়েশনের পারিবারিক পুনর্মিলনী সম্পন্ন

ছাদিয়ান আহমদ ছাদি
প্রকাশিত হয়েছে : ১০:০৬:৫০,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২৪নতুন বছরকে স্বাগত জানিয়ে স্পেনের বার্সেলোনায় কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজন করে ‘পারিবারিক পুনর্মিলনী-২৪’।
বৃহঃবার (০৫.০১.২৪) বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত হয় এ অনুষ্ঠান। সংগঠনের সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের পরিচালনায় এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা আব্দুল কাদির, আবুল কালাম আজাদ এবং স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য ছালাহ উদ্দিন।
এ ছাড়াও সংগঠনের সহ-সভাপতি তুতিউর রহমান, সহ-সভাপতি আবু কাসেম স্বপন, আতাউর রহমান, কাওসার হাসান, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ আব্দুল মোমিন, সহ-কোষাধক্ষ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক শাহরিয়ার আলম, সহ প্রচার সম্পাদক সেলিম আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, ক্রীড়া সম্পাদক ইছাক আলী, সহ-ক্রীড়া সম্পাদক আবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফারিহা আক্তার মিম, কার্যকরী সদস্য শিপলু আহমদ নিয়াজী, সাহাদুল সুহেদ, আফাজ জনি সদস্য রেজাউল করিম, কাউছার আহমদ, মোহাম্মদ মুবিন, অমর সানি, রুহেল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া প্রবাসী নারী এবং শিশু-কিশোর।
সভায় সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি কুলাউড়া উপজেলায় শীতবস্ত্র বিতরণের জন্যে তহবিল সংগ্রহ করা হয়।
সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
