শীতার্তদের মাঝে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৩:৩৫,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২৪কুলাউড়া উপজেলায় বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত ২০ জানুয়ারি বার্সেলোনায় বসবাসরত কুলাউড়া প্রবাসীদের সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কুলাউড়ায় স্থানীয় অংকুর কে জি স্কুল মিলনায়তনে দরিদ্র শীতার্তদের মাঝে এ কম্বল ও নগদ অর্থ প্রদান করা হয়।
দুপুর ২ টায় উপজেলার বিভিন্ন এলাকার পূর্বনির্ধারিত অসহায় লোকজন এ সেবা গ্রহন করতে আসেন।
এসময় অ্যাসোসিয়েশনের পক্ষে বাংলাদেশে সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেন অংকুরের পরিচালক আবু সাদেক, ফয়সল আহমেদ নিয়াজী, ইয়াকুব আলী সাজু, মতিউর রহমান সোহেল, লোকমান হোসেন প্রমূখ।
পরিপাটি এ আয়োজন সফল করায় কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়ার সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তি এবং সাধারণ সম্পাদক ফয়জুর রহমান অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য ও দেশে কম্বল বিরতরণে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।