স্পেন বাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় মেয়াদের কমিটি গঠন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৫:৩৪,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২৪আফাজ জনিকে সভাপতি ও লোকমান হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল স্পেন বাংলা প্রেসক্লাব।
২১শে ফেব্রুয়ারি ‘২৪ স্পেনের বার্সেলোনার পেদ্রো চত্বরে অনুষ্ঠিত একুশে মেলার মঞ্চে সংগঠনের ২০২৪-২৬ মেয়াদের নতুন এ কমিটির ঘোষণা করা হয়।
২৬ সদস্যের কমিটির অপর কর্মকর্তারা হলেন- সিনিয়র সভাপতি- বনি হায়দার মান্না, সহ সভাপতি- কবির আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক- সাইফুল আমিন, কোষাধ্যক্ষ- ফয়জুল হক, সহ-কোষাধ্যক্ষ – লায়েবুর রহমান, সাংগঠনিক সম্পাদক (বার্সেলোনা)- ছালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (মাদ্রিদ)- মো. সিদ্দিকুর রহমান, গণমাধ্যম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মোহাম্মদ মুবিন খান, ক্রীড়া সম্পাদক – তৌফিকুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক- মোস্তাক আলী, প্রকাশনা সম্পাদক- ছাদিয়ান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক- নিগার হোসাইন, মহিলা সম্পাদক- তারিনা জামান খান কাকন, দপ্তর সম্পাদক- তারেক সিদ্দিকী, আন্তর্জাতিক সম্পাদক- সালেহ আহমদ, সহ আন্তর্জাতিক সম্পাদক- জামিলা করিম, কার্যনির্বাহী সদস্য -সাহদুল সুহেদ, মিরন নাজমুল, ওবায়েদুর রহমান সাদা, ফরহাদ হোসেন সুমন, এখলাছ মিয়া, মো. সুমন মিয়া, তুতিউর রহমান এবং সহযোগী সদস্য হিসেবে- কামরুল মোহামেদ, জাফার হোসাইন, একে আজাদ আলী, মামুন রহমান, এসএম ইমরান ইবনে ফারুক আহমেদ।
কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচক উপদেষ্টা নুরুল ওয়াহিদ, এ সময় তাকে সহযোগিতা করেন ওপর নির্বাচকদ্বয় সাহেদুল সুহেদ এবং মিরন নাজমুল।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়নকে আরো গতিশীল করার পাশাপাশি স্পেনের বাংলাদেশী কমিউনিটি উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা পালন করবেন।