স্পেনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ এবং ইফতার সম্পন্ন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৫৩,অপরাহ্ন ১৯ মার্চ ২০২৪সেচ্ছাসেবক দল স্পেন দক্ষিনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল।
১৮ মার্চ, বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহবায়ক আক্কাস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান।
সদস্য সচিব আতিকুর রহমান লিটু এবং যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশ স্পেন দক্ষিন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদলদের নেতৃবৃন্দ।
ইফতার পুর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। এ ছাড়াও অতিথি হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম।
কর্মি সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তজাতিক সম্পাদক এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তজাতিক সম্পাদক সেলিম হোসেন, আসলাম ফকির, কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য এবং বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, কাতালোনিয়া বিএনপির যুগ্ম সম্পাদক তুতিউর রহমান, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, শান্তা কলমা বিএনপির সাধারণ সম্পাদক মামুন রহমান, কাতালোনিয়া যুবদলের সাবেক সভাপতি শফিক খান, যুবদল নেতা আব্দুল বাসিত, জনি আহমেদ খান, ফয়সল আহমেদ, সাজ্জাদ সালু প্রমুখ।
ইফতার মাহফিলে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরহাদ আহমেদ।