স্পেনে মৃতের সংখ্যা শূন্য
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:১১:২৮,অপরাহ্ন ০২ জুন ২০২০মিরন নাজমুল:
• গত ২৪ ঘন্টায় (১ জুন) স্পেনে মৃতের সংখ্যা শূন্য (০)। আজ জুন মাসের প্রথম দিনেই বহুল প্রত্যাশিত খবরটি পাওয়া গেলো।
করোনা মহামারিতে ৪ মার্চে ১ জন মৃত্যুবরণ করার পর একটানা ৯০ দিনে, প্রতিদিনই মানুষ মৃত্যুবরণ করেছে। মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি থেকে ৫০০ এর মধ্যে ছিলো প্রায় দুই সপ্তাহের ওপরে। তবে, মহামারিকালীন সময়ের মধ্যে আজই (গত ২৪ ঘন্টার মধ্যে) প্রথম বিরতি নিলো মৃত্যুদূত।
গতকাল ৩১ মে মৃত্যুবরণ করেছিলো ২ জন। আজকে নতুন আক্রান্তের সংখ্যা ৭১জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ৯৬জন।
এখন পর্যন্ত স্পেনে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৬৩৮জন। মৃত্যুবরণ করেছে ২৭ হাজার ১২৭জন। সুস্থ হয়েছেন ১লক্ষ ২৩ হাজার ৮৭৯জন।
• স্পেনের স্বাস্থসেবার ইতিহাসে সবচেয়ে বড় স্থবির সময় চলছে বর্তমানে। করোনা মহামারীকে সামাল দিতে গিয়ে অন্যান্য স্বাস্থসেবার জট বর্তমানে চরম অবস্থায় আছে। অপেক্ষার তালিকায় শুধুমাত্র অপারেশনের রুগীর সংখ্যা করোনা মহামারীর আগে ছিলো ৭ লক্ষ ৪ হাজার ৯৯৭জন। এর মধ্য শুধু কাতালোনিয়ায় জরুরী অপারেশনের জন্য অপেক্ষার তালিকায় আছে ৭০ হাজার রুগী। করোনার চরম সঙ্কটের সময় এই সব রোগীদের চিকিৎসা করানো সম্ভব হয়নি। এছাড়া বর্তমানে অপারেশন করানোর সিডিউল পেতে প্রতি রোগীকে বর্তমানে গড়ে ১২১ দিন অপেক্ষা করতে হবে।
সব মিলিয়ে বর্তমানে এই আপেক্ষমান রোগীর তালিকা দীর্ঘ হয়ে বর্তমানে সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৬৯হাজর ২৩০জনে। আপেক্ষমান রোগীর সংখ্যা কাতালোনিয়ায় সবচে বেশি, ১ লক্ষ ৭৩হাজার ৬৯৪জন, আন্দালুসিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার ৬৫৫জন। মাদ্রিদে ৫৮ হাজার ১৪৬জন।
শুধু অপারেশন ছাড়াও সাধারণ কনসাল্টের জন্যও সিডিউল জটে পড়েছে স্পেনের স্বাস্থ্য বিভাগ। অনেক রুগীর ক্ষেত্রে জরুরী ভিত্তিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রয়োজনীয় হলেও পরিস্থিতির কারণে ডাক্তার তাদের চিকিৎসা সেবা দিতে পারছেন না।