রতনের গোলে বিশ্বনাথকে হারিয়ে ফাইনালে ওসমানীনগর উপজেলা
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:২৩,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯আফিক হোসেন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ওসমানীনগর উপজেলা অনূর্ধ্ব-১৭ দল। বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে বিশ্বনাথ উপজেলা অনূর্ধ্ব-১৭ দলকে ১-০ গোলে হারিয়েছে তারা ফাইনালে উঠে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন রতন। ফাইনালে জৈন্তাপুর উপজেলার মুখোমুখি হবে ওসমানীনগর উপজেলা।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে উভয় দলই প্রথমার্ধে আক্রমণ পালটা আক্রমণ করে। গোলশূন্য প্রথমার্ধের পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ৪৫ মিনিটের সময় একটি আক্রমন থেকে দলের হয়ে একমাত্র গোলটি করেন ওসমানীনগরের রতন।