ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর জয় লিভারপুলের
স্পোর্টস প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৫৭,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর জয় পেয়েছে লিভারপুল। শনিবার (০৫ অক্টোবর) ঘরের মাঠ অ্যানফিল্ডে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে অল রেডরা। ম্যাচের শুরু থেকে সমানতালে লড়াই করতে থাকা দু’দল ম্যাচটি ভরিয়ে রাখে আক্রমণ-প্রতি আক্রমণে। তবে ৪০ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। জেমস মিলনারের পাস থেকে লেস্টারের জালে বল জড়িয়ে দেন সাদিও মানে।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে লড়াই করতে থাকে লেস্টার। সফলতাও পেয়ে যায় তারা। ৮০ মিনিটে পেরেজের পাস থেকে ব্যবধানটা ১-১ করেন জেমস ম্যাডিসন।
সমতায় শেষ হতে যাওয়া ম্যাচটিতে নাটকীয়ভাবে লিভারপুলকে জয় এনে দেন মিলনার। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় ইয়ুর্গেন ক্লপের দল। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মিলনার।
এই জয়ে প্রিমিয়ার লিগের তালিকায় নিজেদের সিংহাসন অটুট রাখলো লিভারপুল। টানা আট জয়ে তাদের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার।