আর্জেন্টিনা জার্মানীর মহারণ ২-২ গোলে ড্র
স্পোর্টস প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২:৪৭:৪৭,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯আর্জেন্টিনা জার্মানীর মহারণ ২-২ গোলে ড্র হয়েছে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৫ মিনিটের সময় বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার গ্যানাবরির গোলে এগিয়ে যায় জোয়াকিম লোর দল। ২২ মিনিটে দলের পক্ষে ২য় গোলটি করতেও সহায়তা করেন এই বায়ার্ন তারকা।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। ৬৬ মিনিটে বদলি খেলোয়াড় আলারিওয়ের গোল করে ব্যবধান কমান। ৮৫ মিনিটে সেভিয়ার স্ট্রাইকার অকোম্পাসের দারুণ এক গোলে খেলায় সমতা ফেরায় আর্জেন্টিনা। খেলার বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় অমীমাংসিত থাকে।