স্ত্রী’র লেখা নাটকে অভিনয় করবেন অপূর্ব
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:১৫:৪০,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০২০এই বছর ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় “চারুর বিয়ে” নামে নতুন একটি নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আর এই নাটকটির রচয়িতা অভিনেতা অপূর্বের স্ত্রী নাজিয়া হাসান অদিতি।
নাটকটিতে অপূর্বের বিপরীতে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। আরও থাকছেন- অন্তু করিম, আল মামুন, সামু চৌধুরী, মিলি বাশার ও আঞ্জুমান আরা বকুল।
গত তিনদিনে ঢাকার বিভিন্ন স্পটে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে বলে জানান পরিচালক আরিয়ান। ঢাকার বাইরের কয়েকটি জায়গায়ও শ্যুটিংয়ের কাজ হয়েছে।
পরিচালক বলেন, “এটি মূলত দুটি পরিবারের ভালোবাসার গল্প। গল্পের মূল কাহিনী চারু নামে একজনের বিয়ের আংটি নিয়ে। ‘চারু’ চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন।”
আগে কখনও দর্শকরা এ ধরনের কাহিনী দেখতে পাননি বলেও জানান তিনি।
নাটকটির প্রযোজক এসকে শাহেদ আলী পাপ্পু বলেন, গানের পাশাপাশি আমরা নাটকের প্রযোজনাও শুরু করেছি। আশা করি দর্শকদের ভাল নাটক উপহার দিতে পারব।
তিনি আরও বলেন, “চারুর বিয়ে”-তে ভাল গল্প, মেধাবী পরিচালক ও পরিশ্রমী অভিনয়শিল্পীদের সুন্দর সমন্বয় কাজ করেছে। এটি এ বছর ভ্যালেন্টাইন ডে’র সেরা নাটক হবে বলে বিশ্বাস করি।
আগামী ১৪ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।