বলিউডের সিনেমায় মূল চরিত্রে বাংলাদেশের মিথিলা
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:০৬,অপরাহ্ন ২৬ জুন ২০২১এবার বলিউডের ছবিতে মূল ছবিতে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবিটির নাম “রোহিঙ্গা”। গত ২৪ জানুয়ারি এর পোস্টার মুক্তি পায়।
পোস্টারে মিথিলাকে দেখা গেছে এক রহস্যময়ী নারীর রূপে। প্রখর দৃষ্টির সঙ্গে তিনি হাতে ধরে আছেন একটি বন্দুক।
ছবিটিতে মিথিলার বিপরীতে দেখা যাবে সাবেক “মিস্টার ভুটান” সঞ্জয় শেলট্রিমকে। উল্লেখ্য, সালমান খানের পরবর্তী ছবি “রাধে”-র ভিলেনের চরিত্রেও দেখা যাবে সঞ্জয়কে।
“রোহিঙ্গা” ছবিতে আরও অভিনয় করছেন- সমর বাত্রা, শ্রেয়াংশ মিশ্রা, দর্জি ওয়াংচুক, গৌতম গোসাইন, আলি জোহর প্রমুখ।
ছবিটির বিষয়ে মিথিলা বলেন, “ছবিতে আমি হুসনে আরা নামে একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি। চরিত্রের প্রয়োজনে আমাকে রোহিঙ্গাদের ভাষা শিখতে হয়েছে। বলিউডের মূলধারার ছবিগুলোর চেয়ে আমাদের ছবিটি সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে বলে আশা করি।”
ছবিটির পরিচালনা করছেন বলিউড নির্মাতা হায়দার খান। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশনস। ইতোমধ্যে এর ৯০% কাজ শেষ হয়েছে। ছবিটির শুটিং হয়েছে ভারতের আসামে।