বার্সেলোনায় প্রতিমাসে কনস্যুলার সার্ভিস প্রদানের সিদ্ধান্ত
লোকমান হোসেন
প্রকাশিত হয়েছে : ১:৩৬:৪৫,অপরাহ্ন ০৮ জুলাই ২০২০স্পেনের পর্যটন নগরী বার্সেলোনাতে প্রতিমাসে কনস্যুলার ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস। এই মর্মে আজ (৭ জুলাই) একটি বিজ্ঞপ্তি জারি করেছে দূতাবাস কর্তৃপক্ষ। বার্সেলোনায় প্রতিমাসে কনস্যুলার সার্ভিস দেবার অনুরোধে ও স্থায়ী কনস্যুলার অফিসে স্থাপনের দাবিতে স্পেন থেকে প্রচারিত অনলাইন পোর্টাল বিশ্ব-বাংলা ডট কম-এ ‘বার্সেলোনায় স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনে সোচ্চার প্রবাসী বাংলাদেশীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। http://bishwa-bangla.com/2020/07/16170/
এর আগে স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। এই দাবি প্রচারের পরেই দূতাবাস আজ প্রতিমাসে নিয়মিত কনস্যুলার সার্ভিসের ঘোষণা দিলো।
আজ দূতাবাসের মিশন উপ-প্রধান হারুন আল রশিদের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে, কনস্যুলার সার্ভিস দেয়ার জন্য হল বা ভ্যানু পাওয়া সাপেক্ষে প্রতিমাসে কনস্যুলার সার্ভিস ক্যাম্প করার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়। এ জন্য সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেবাগ্রহীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে দূতাবাস।
গত মার্চ মাস থেকে কভিড-১৯ মহামারীর কারণে বার্সেলোনায় ৪ মাস কনস্যুলার সার্ভিস বন্ধ থাকায়, বার্সেলোনার প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্টের আবেদন, রিনিউ, পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন, জরুরী কাগজপত্র সত্যায়নসহ বিভিন্ন জরুরী কাজ স্থগিত হয়ে থাকে।
স্পেনে প্রায় ৪৫ হাজার বাংলাদেশীদের মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি বসবাস করে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায়। এমন বৃহৎ সংখ্যক বাংলাদেশীদের জন্যে পর্যাপ্ত কনস্যুলার সার্ভিস দেবার জন্যে বার্সেলোনার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। তবে এই শহরে বসবাসকারী বাংলাদেশীদের জন্য কনস্যুলার সার্ভিসের স্থায়ী সমাধানের জন্যে পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার মেশিনসহ স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের দাবির প্রতি বাংলাদেশ সরকারের কাছে জোরালে দাবি জানাচ্ছে বার্সেলোনার প্রবাসী বাংলাদেশীরা।