শাহজাহান মোল্লার একান্ত প্রচেষ্ঠায় শিবচর বিএনপির দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ২:৪৫:৫৭,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০২০বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাচচরে নাদিরা মিঠু চৌধুরীর বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহজাহান মোল্লার (সাজু মোল্লা) একান্ত প্রচেষ্ঠায় নিজেদের মধ্যে কোন্দল ভুলে একই প্লাটফর্মে এসে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন দলীয় নেতা কর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নাসির উদ্দিন বেপারীর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কৃষকদলের নেতা শাহজাহান মিয়া সম্রাট, আবু জাফর চৌধুরী, নাদিরা মিঠু চৌধুরী, মো. শহিদুল ইসলাম, মনির কাজী, দাদন মোল্লা, রফিকুল ইসলাম টিপু, মুজিবুর রহমান শিশু, যুবদল নেতা জসিম উদ্দিন মৃধা, বাদসা মুন্সি, মোহাম্মদ মামুন, অনিক শেখ, জুলহাস মোল্লা, আলমগীর খলিফা, ছাত্রদল নেতা শিপন মোল্লা, রেজাউল করিম রেজা প্রমূখ।
এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজক শাহজাহান মোল্লা তাঁর বক্তব্যে দলীয় হাইকমান্ডের উপর আস্থা রেখে ঐক্যবদ্ধ বিএনপি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি, ভবিষ্যতে দলীয় মনোনীত পার্থীর হয়ে সকলকে একহয়ে ভোটের মাঠে কাজ করারও আহবান জানান।
সভাশেষে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।