ইউক্রেন ছাড়তে পেরেছেন ৪১৮ জন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:৩৪,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২২
প্রায় ১৫ জন বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে এসেছেন, যাদের এখন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে। আগামী কয়েক দিনের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে। তারা এখন বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।
৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থা করা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে তাদের আশ্রয় দেওয়া হলেও বাকিরা তাদের নিজস্ব ব্যবস্থায় অবস্থান করছেন। দূতাবাস আইসিআরসি, ইউক্রেনের মাধ্যমে ২৮ বাংলাদেশি নাগরিককে উদ্ধার ও স্থানান্তর করেছে।
রোমানিয়া: এ পর্যন্ত ৩ জন বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করেছে, তাদের এখন বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে। শিগগিরই আরও সাত বাংলাদেশি রোমানিয়া প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তারাও অবিলম্বে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।
