৫ ই মে বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:১৯,অপরাহ্ন ০৬ মে ২০২১পর্তুগাল এবং পর্তুগিজ ভাষাভাষীর দেশগুলোতে ৫ ই মে বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস পালিত । মূলত পর্তুগিজ ভাষায় কথা বলা দেশগুলোর একটি সংগঠন (সিপিএল পি) ৫ ই মে পর্তুগিজ ভাষা এবং সংস্কৃতি দিবস হিসেবে পালন করে আসছে তবে গত ২০১৯ সালে ইউনেস্কো পর্তুগিজ ভাষা কে সম্মান জানিয়ে এ দিনটিকে বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
পর্তুগালের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে ভিন্ন ভিন্ন বাণী দিয়েছেন এবং করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে এই আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সজা ভাষা দিবস উপলক্ষে একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকলে বলেন পর্তুগিজ ভাষাকে রক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম এবং পর্তুগিজ ভাষায় পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। উপস্থিত সংবাদমাধ্যমকে বলেছেন খবর উপস্থাপন এবং পরিবেশনকে জনগণের কাছে যেন সহজে উপলব্ধ হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা রাজধানী লিসবনের কেন্দ্রীয় কালচারাল সেন্টার বেলেইতে বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন পর্তুগিজ ভাষা আজ কোন আঞ্চলিক সীমানা বিহীন একটি স্বতন্ত্র সম্প্রদায় এবং এটি একটি মহান ভাষা এমনকি যারা এই ভাষায় কথা বলেন পৃথক দেশ হিসেবে বা ভৌগোলিকভাবে অনেক দূর থেকেও।
বিশ্বে পাঁচটি মহাদেশের ৯টি দেশ পর্তুগাল, ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, কাবু ভেরদে , গিনি ভিসাও, ইকোয়াটোরিয়াল গিনি, সাও তোমে প্রিনসিপিও, তিমোর লেস্ট দেশগুলোর রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রায় ২৬ কোটি মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে। এছাড়াও ভারতের গোয়া, চীনের মাকাও আরো বিভিন্ন পর্তুগিজ কলোনিয়াল উপনিবেশিক অঞ্চলগুলোতে পর্তুগিজ ভাষায় কথা বলা হয়। উত্তর জনগোষ্ঠী বিশ্বের মোট জিডিপির প্রায় ৫ শতাংশ অবদান রাখছে।
