স্পেনে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৩:৪৭:১২,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০২২জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাতালোনিয়া জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত হয়েছে আলোচনা সভা।
যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আইনুল হকের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সভা শুরু হয়।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।
অনুষ্ঠান শেষে স্থানীয় যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ মিলে কেক কাটার মধ্যদিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় নৈশ ভোজেরও আয়োজন ছিল।
কাতালেনিয়া যুবদলের সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাসেমের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাতালেনিয়া বি এন পির সভাপতি শফিউল আলম শফি। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপি’র উপদেষ্টা আব্দুল হাকীম, যুগ্ন সাধারণ সম্পাদক তুতিউর রহমান, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, যুবদলের সাবেক সভাপতি শফিক খান, লিটন আহমেদ,মুক্তার হোসেন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক রেদওয়ান হোসেন, যুগ্ম আহবায়ক সাজ্জাদ সালু, যুবদলের সহ সভাপতি সুমন পায়েল, রাসেল আহমেদ, বিএনপি’র সহ সাধারণ সম্পাদক টুনু মিয়া, বিএনপির উপদেষ্টা মাসুক আহমেদ, যুবদলের সহ-সাংগঠনিক মিলাদ আহমেদ, শান্তাকলমা বিএনপির প্রচার সম্পাদক সামসুল ইসলাম, মনজু আহমেদ, মারুফ আহমেদ, আবু তাহের, সিদ্দিকুর রহমান,
পাপ্পু আহমেদ, দিপু আহমেদ, সোহাগ, সজীব, সাইফুল ইসলাম, সোহেল আহমেদ, শায়েস্তা মিয়া সহ কাতালোনিয়া জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ।