বার্সেলোনার প্রেক্ষাগৃহে দেশীয় চলচিত্র

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৪:১০:১২,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০২২প্রথমবারের মত স্পেনের বার্সেলোনা প্রবাসী বাংলাদেশীরা দেশীয় চলচিত্রের স্বাদ উপভোগ করবেন রেনোইর প্রেক্ষাগৃহে।
জানা গেছে, ১৫ই নভেম্বর কাইয়ে ফ্লোরিদা ব্লাংকা ১৩৫ এ রাত ০৮টায় প্রদর্শিত হবে পরান সিনেমার একটি শো। সিনেমা শো পরিচালনার দায়িত্বে আছে বার্সেলোনার ব্যাডমিন্টন গ্রুপ।
প্রথম কোন বাংলাদেশী সিনেমা বার্সেলোনায় দেখার সুযোগ পাবেন বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অভিব্যক্তি তুলে ধরছেন বিভিন্নভাবে।
কমিউনিটির পরিচিত মূখ কামরুল মোহামেদ নিজেকে প্রথম টিকেট ক্রয়কারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বেশ উশ্বাস প্রকাশ করেন।
অন্যতম আয়োজক শফিক খান বলেন, ঘোষনার প্রথম দিনই অর্ধেকের বেশী টিকেট বিক্রি হয়ে যায় তাই আপাতত কেবলমাত্র একটি শো চালানোর কথা থাকলেও পরবর্তী বিবেচনায় বিশেষ শো চালানোর পরিকল্পনা আছে।
